১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজীতে পুকুরে বিষ ঢেলে মাছ হত্যা
  • সোনাগাজীতে পুকুরে বিষ ঢেলে মাছ হত্যা

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি

    ফেনীর সোনাগাজীতে পুকুরে বিষ ঢেলে মাছ হত্যার অভিযোগ পাওয়া গেছে দুবর্ৃৃত্তদের বিরুদ্ধে। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের গুনা দেওয়ানজি বাড়ি পুকুরে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষী।

    ভুক্তভোগী মাছ চাষি খুরশিদ আলম জানান, প্রায় ১৫বছর ধরে লিজ নিয়ে ১শ’ ৬০ শতকের এই পুকুরে তিনি মাছ চাষ করে আসচেন। পুকুরে রুই, মৃগেল, তেলাপিয়া, কাতল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। অজ্ঞাত দুর্বৃত্তদের কেউ শত্রুতা করে পুকুরে বিষ বা কিটনাশক জাতীয় কোনো পদার্থ মিশিয়ে দিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার (১০জুন) ভোর ৫টার দিকে তিনি পুকুরের সামনে গিয়ে দেখে সব মাছ মরে পানিতে ভাসছে। যে মাছগুলো মারা গেছে সেগুলো বয়স প্রায় ১বছর। মাছগুলো বিক্রি উপযোগী ছিল। এরমধ্যে তেলাপিয়া প্রায় এক কেজি, রুই এক থেকে দেড় কেজি, কাতল দেড় থেকে দুই কেজি সাইজ। এতে তার কমপক্ষে ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই পুকুরের পাশাপাশি আরো কয়েকটি পুকুরে মাছ চাষ করে সে জীবিকা নির্বাহ করে।

    প্রতিবেশী আকরাম মিয়া বলেন, খুরশিদ আলম এই এলাকায় কয়েকটি পুকুরে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করেন।কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।

    আরও পড়ুন

    ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
    লেমুয়ায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ
    টপ সয়েল কাটায় ১জনকে জেল, ২টি পিকআপ জব্দ
    মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় যুবদলের আহ্বায়ক সহ গ্রেফতার ৪
    ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
    জমাদার বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 
    ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন