ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে,বিভিন্ন দপ্তরের স্টল সাজিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া’র সভাপতিত্বে, শুভ উদ্ধোধন করেন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু অনিল বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.খুরশিদ আলম, আমজাদহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সামছুল আলম ভূঁইয়া সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।