১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • দিদার, শুসেন ও হারুনকে সংবর্ধনা
  • দিদার, শুসেন ও হারুনকে সংবর্ধনা

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফেনী জেলার সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে।
    গতকাল বুধবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলরুমে এসংবর্ধনা দেয়া হয়।
    জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সফিকুর রহমান সফি। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত ছাত্রনেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক ছাত্রনেতা ও ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার।
    এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাজাহান সাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হানিফ কিরন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ ও জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।
    এসময় সাবেক নেতৃবৃন্দ বলেন আমরা যখন ছাত্রলীগ করেছি তখন বিএনপি-জামাতের নির্যাতন সহ্য করে জননেত্রী শেখ হাসিনার আদর্শকে প্রতিষ্ঠা করতে রাজপথে থেকে কাজ করেছি। আশা করি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আজকের ফেনী জেলা ছাত্রলীগ এগিয়ে যাবে। আজকে যারা ছাত্রলীগ করছ তাদের প্রতি অনুরোধ থাকবে চলার পথে অবশ্যই সিনিয়রদের সম্মান করবে।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক