শহর প্রতিনিধি
এক যুগে পা রাখলো দৈনিক আমার সংবাদ।
দৈনিক আমার সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ফেনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক আমার সংবাদ পাঠক ফোরামের সভাপতি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম.শাহাজাহান সাজুর সভাপতিত্বে ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসীম মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
ফেনী-১(পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, জেলা পুলিশ সুপার জাকির হাসান, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ন্যাশনাল ডেস্ক ইনচার্জ তানভীর আলাদিন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনীর সম্পাদক ও প্রকাশক, মাছরাঙা টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জমির বেগ, সময় টেলিভিশন ফেনী ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার ও দৈনিক আমার ফেনীর সহযোগী সম্পাদক আতিয়ার সজল।
এসময় প্রধান অতিথি
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। জাতি গঠনে, দেশের উন্নয়নে ও সমাজ বিনির্মাণে এই দর্পন সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরে দেশ গঠনে বিরাট ভূমিকা রাখেন। ফেনী জেলার সাংবাদিকরা হচ্ছে সাংবাদিক সমাজের দিকপাল। রাস্ট্রীয় পর্যায়ের অসঙ্গতি ও সমাজের অসঙ্গতিগুলো সাংবাদিকেরা তুলে ধরেন বিধায় আমরা সমাজের অসঙ্গতিগুলোর বিষয়ে আমরা অবগত হই এবং অসঙ্গতিগুলো নিরসনকল্পে কাজ করার সুযোগ পাই। “পরশুরামে বালুমহল পরিবেশের ভারসাম্য নষ্ট করছে” শিরোনামে সাংবাদিকদের করা নিউজটি আমার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আমি জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করি। এই বিষয়টি উপস্থাপন করার ২৪ ঘন্টার মধ্যে পরশুরামে বালুমহল বন্ধ করা হয়। আমরা অনেক সময় দেখি সাংবাদিকরা ঘটনার পিছনে না ছুটে, ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির পিছনে ছুটেন। এই কালচার থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে।
প্রধান অতিথি ফেনী প্রেসক্লাবের কমিটির বিষয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
আমি আশা করি সাংবাদিকেরা সকল ভেদাভেদ ভুলে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের জন্য প্রস্তুত হবেন। ফেনী প্রেসক্লাবের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন
সদর আসনের সংসদ সদস্য নিজাম হাজারী।
বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, এই সাংবাদিকতা পেশাটি সম্মানের ও অত্যন্ত ঝুকিপূর্ণ। বিগত ২০ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাস্ট্রীয় ক্ষমতায় আছেন। এই সময়ে আমাদের ফেনীতে কোন সাংবাদিক লাঞ্ছিত হতে হয়নি।সাংবাদিকদের কাছে আমার অনুরোধ আমরা যারা রাজনীতি করি আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। ফেনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা আমাদের সম্মান নষ্ট হয় এমন সংবাদ পরিবেশন থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের সহযোগিতার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। ফেনী প্রেসক্লাবের কমিটি গঠন প্রসঙ্গে নিজাম হাজারী বলেন, আপনারা সাংবাদিকেরা সবাই ঐক্যবদ্ধভাবে বসেন এবং প্রেসক্লাবের নির্বাচনের আয়োজন সম্পন্ন করেন। আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থেকে ফেনীর উন্নয়নে কাজ করতে চাই।
বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বর্তমানে আমাদের ফেনীতে সাংবাদিকদের মধ্যে কোন গ্রুপিং নেই। অন্য জেলার সাংবাদিকদের তুলনায় আমাদের ফেনীর সাংবাদিকেরা এগিয়ে যাচ্ছে। ফেনী পৌরসভার সকল উন্নয়নসমূহ আমাদের সাংবাদিকবৃন্দরা আন্তরিকতার সহিত জনগণের কাছে তুলে ধরেন। পৌর মেয়র উপস্থিত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফেনীর উন্নয়নে পাশে থাকার জন্য আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এস.এম.ইউসুফ আলী। দৈনিক আমার সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেনীতে কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন