শহর প্রতিনিধি
দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আগামী ২৯ মে সদর উপজেলা নির্বাচনে শুসেন চন্দ্র শীলকে ভোট দিয়ে নির্বাচিত করতে ফেনী সদর উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দরা।
সোমবার (২৭ মে) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা এ আহবান জানান। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মেদ।
সভায় মুক্তিযোদ্ধারা বলেন, আমরা ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করে এ-ই দেশকে স্বাধীন করেছি। আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে শুসেন শীলকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। মুক্তিযোদ্ধাদের যে কোন বিপদ আপদে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে শুসেন চন্দ্র শীল আমাদের পাশে এসে দাঁড়ান। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাসহ ফেনীর সদরের সকল ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। ১৯৭১ সালে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন বিধায় আমি মেয়র হতে পেরেছি। আপনারা যতদিন বেঁচে থাকবেন এই জাতি আপনাদেরকে সম্মান করবে। ২৯ মে সদর উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী শুসেন চন্দ্র শীল বিগত দিনে চেয়ারম্যান থাকাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে ফেনীর উন্নয়নে কাজ করেছেন। আমার বিশ্বাস আগামীতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে আধুনিক ফেনী গড়তে কাজ করবেন। আমি আশা করি আগামী ২৯ মে সদর উপজেলা নির্বাচনে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীলকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে. শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আপনাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। আপনাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা আজীবন আপনাদেরকে সব জায়গায় সম্মান করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য বেতন ভাতা বৃদ্ধিসহ মৃত্যুর পর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা গার্ড অব অনার প্রদানের ব্যবস্থা করেছেন। ১৯৭১ সালে আমার জন্ম হয় নাই বিধায় দেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই। বীর মুক্তিযোদ্ধাদের দেখলেই নিজেকে দুরভাগা মানুষ মনে হয়। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্বে ২ বছর ৬ মাস ছিলাম। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আমি মুক্তিযোদ্ধাদের সাথে বেঈমানী করি নাই। আমি হলফ করি বলতে পারি কোন মুক্তিযোদ্ধা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি চেয়ারম্যান থেকে আপনাদের কল্যাণে কাজ করার চেষ্টা করি নাই। আপনারা গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে তৃতীয় বারের মতো আমাদের নেতা নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আমি শুসেন চন্দ্র শীল ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এই জনপদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিগত দিনে ফেনী পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে আমাদের নেতা নিজাম উদ্দিন হাজারী মুক্তিযোদ্ধাদের ট্যাক্স মওকুফ করেছিলেন। বর্তমান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সাবেক পৌর মেয়র নিজাম হাজারীর সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদের ট্যাক্স মওকুফের ধারা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধুর, শেখ হাসিনার ও নিজাম হাজারীর অসাম্প্রদায়িক বাংলাদেশে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান ধর্মের বিবেচনা করার কোন সুযোগ নেই। আমার বড় পরিচয় আমি একজন মানুষ। আমি আশা করি আমার কর্মকে বিবেচনা করে আপনারা আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কায় ভোট দিবেন এবং দোয়াত কলম মার্কায় ভোট দিতে আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটারদের উৎসাহিত করবেন।