৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • ঘূর্ণিঝড়ের মধ্যেই বাড়িতে বিয়ের ধুম!
  • ঘূর্ণিঝড়ের মধ্যেই বাড়িতে বিয়ের ধুম!

    দৈনিক আমার ফেনী

    সুরঞ্জিত নাগ
    ঘূর্ণিঝড় রিমাল এর মধ্যেই বাড়িতে চলছে বিয়ের ধুম! থেমে নেই আয়োজন। চলছে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। মেয়ের পরিবারের সদস্যসহ এসেছেন প্রতিবেশীরাও। নাচে গানে মেতেছেন সবাই। অন‌্যদিকে, বাইরে বইছে ঝড়ো হাওয়া। তবে উৎসবে কমতি নেই এতটুকুও। কারো মাঝে ছিলো না শঙ্কার চিহ্ন।

    ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূল ঘেঁষা চরখন্দকার এলাকায় গতকাল রোববার রাতে রিমালের তাণ্ডবের মধ্যেই শেষপর্যন্ত নির্বিঘ্নে শেষ হয় দিতি রানী জলদাসের গায়ে হলুদের অনুষ্ঠান।

    এদিকে সোনাগাজী উপকূলীয় অঞ্চলে জারি ঘূর্ণিঝড় রেমালের ১০ নম্বর মহাবিপদ সংকেত। বিভিন্ন স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন মানুষ।
    ১০ নাম্বার মহাবিপদ সংকেত জনজীবন স্থবির করে দিলেও থামাতে পারেনি এ বিয়ের আনুষ্ঠানিকতা।

    উপকূলবর্তী জেলে পাড়ার বাসিন্দা হরনাথ জলদাস। তার কন্যা দিতি রানী জলদাস। সম্প্রতি ধার্য্য করা হয় দিতি রানী জলদাসের বিয়ের তারিখ। এরই মাঝে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। তবে, অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা পূর্ব নির্ধারিত হওয়ায় পেছানো যায়নি গায়ে হলুদের অনুষ্ঠানের তারিখ।

    দিতি রানী জলদাস বলেন, পূর্ব থেকে নির্ধারিত তাই ঘূর্ণিঝড় হলেও এই তারিখে তার বিয়ে হচ্ছে। তার বাবার সাধ্যনুযায়ী বিয়েতে আয়োজন করেছেন।

    পরিবারের দাবি, ধর্মীয় বাধ্যবাধকতা মেনে আয়োজন করা হয়েছে সবকিছু। এতে ১০ নাম্বার মহাবিপদ সংকেতের মধ্যেও চালিয়ে নেয়া হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গায়ে হলুদে আগতরা তরুণীর নতুন জীবনকে স্বাগত জানিয়ে প্রার্থনা করেছেন

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪