সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) বিকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল, টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে.শহীদ উল্যাহ খোন্দকার ও কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় আয়োজিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সভাপতি করিম উল্যাহ বি.কম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড় মনি, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা বেগম জুসি,সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আফসার আপন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি দিল আফরোজ, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েস, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক ও জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আমি বালিগাঁও ইউনিয়ন ব্যাপক উন্নয়ন করেছি। বালিগাঁও ইউনিয়নে আর কোন কাঁচা রাস্তা নেই, এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে নতুন ভবন নির্মাণ হয়নি। গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে এই বালিগাঁও ইউনিয়নের নারী-পুরুষ সবাই নিজাম হাজারীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।
শুসেন চন্দ্র শীল আরো বলেন, এটি একটি স্থানীয় সরকারের নির্বাচন। এই নির্বাচনে কোন
দলীয় প্রতীক নেই। আমি আশা করি বালিগাঁও ইউনিয়নের সকল দলের মানুষ আগামী ২৯ মে সদর উপজেলা নির্বাচনে দোয়াত কলম, টিউবওয়েল,কলস প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আমাদের প্রিয় নেতা নিজাম উদ্দিন হাজারীর দুর্দিনে ও দুঃসময়ে শুসেন চন্দ্র শীল পাশে ছিলেন। আপনাদের বালিগাঁও ইউনিয়নের সন্তান শুসেন চন্দ্র শীলের হাত ধরে এই বালিগাঁও ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই বালিগাঁওবাসী বিগত ১৫-২০ বছর আগে সন্ত্রাসী কর্মকান্ডের কারণে শান্তিতে বসবাস করতে পারে নাই। আজকে বালিগাঁওবাসী আপনারা বলতে পারবেন না এক মিনিটের জন্য অশান্তিতে ছিলেন। এই বালিগাঁও ইউনিয়নে শুসেন চন্দ্র শীলের জন্ম। আমি আশা করি আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে ও বালিগাঁওয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা আগামী ২৯ মে নির্বাচনে শুসেন চন্দ্র শীলকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে পুনরায় সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবেন।
উক্ত মহিলা সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্রামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।