১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> টপ নিউজ >> দেশজুড়ে
  • উন্নতি, সমৃদ্ধি ও শৃঙ্খলা কাহাকে বলে ছাগলনাইয়াবাসী দেখবে – মিজানুর রহমান
  • উন্নতি, সমৃদ্ধি ও শৃঙ্খলা কাহাকে বলে ছাগলনাইয়াবাসী দেখবে – মিজানুর রহমান

    দৈনিক আমার ফেনী

    ছাগলনাইয়া প্রতিনিধি
    ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার এর কাপ-পিরিচ মার্কার সমর্থনে কর্মী সমাবেশ মঙ্গলবার চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
    স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার।

    এসময় তিনি বলেন উন্নতি, সমৃদ্ধি ও শৃঙ্খলা কাহাকে বলে উপজেলাবাসীকে দেখিয়ে দিব। সাধারণ মানুষের নিকটে থাকবে উপজেলা পরিষদের সেবা। সরকারি ও আমার নিজ অর্থায়নে মানুষের সেবা করে যাবো। আপনারা আগামী ৫ জুন ভোটকেন্দ্রে গিয়ে কাপ-পিরিচ মার্কার ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।

    বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জোলেখা, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন সাজেল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মামুন, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শামীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন পাটোয়ারী, ইউনিয়ন জাসদ সাধারন সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ইউপি সদস্য জাহিদ ফয়জুল্ল্যহ, মহিলা সদস্য আয়েশা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক মঈনুল করিম অনিক প্রমুখ।
    এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
    লেমুয়ায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ
    টপ সয়েল কাটায় ১জনকে জেল, ২টি পিকআপ জব্দ
    মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় যুবদলের আহ্বায়ক সহ গ্রেফতার ৪
    ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
    জমাদার বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 
    ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন