শহর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) বাদ জুমা ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ, দপ্তর সম্পাদক এ.কে.শহীদ উল্যাহ খোন্দকার, বড় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি করিম উল্যাহ আজাদ, সাধারণ সম্পাদক নুরুল আফসার আপন, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নর ঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এসময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।