শহর প্রতিনিধি
আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের নির্বাচনী গণসংযোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ (১৩ মে) সোমবার বিকালে শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুসেন চন্দ্র শীলের দোয়াত কলম মার্কার সমর্থনে শুরু হওয়ায় গণসংযোগ মজিদ মিয়ার বাজার, মিজান রোড, শান্তি চত্বর, মুক্তবাজার, ফেনী মডেল থানা, ট্রাংক রোড দোয়েল চত্বর, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ইসলামপুর রোড, কমলা পট্টি, তাকিয়া রোড, খাজা আহম্মদ সড়ক ফেনী প্রেসক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে এসে শেষ হয়। এসময় শহরের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের কাছে দোয়াত কলম মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শুসেন চন্দ্র শীল ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় বক্তারা আগামী ২৯ মে নির্বাচনে সকলকে উপস্থিত থেকে উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে শুসেন চন্দ্র শীলকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদেরকে কাজ করার আহবান জানান।
উক্ত গণসংযোগ ও লিফলেট কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক পৌর মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।