শহর প্রতিনিধি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফেনী জেলা ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফেনী সরকারি কলেজ মাঠ থেকে ১হাজার ফুট লম্বা একটি পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে কলেজ চত্ত্বরে এসে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপুর সভাপতিত্ত্বে মিছিল পরবর্তী ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর করিম জাবেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষনা করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।ফিলিস্তি রাষ্ট্রের নিরীহ মানুষের উপর বর্বোরচিত হামলার নিন্দা জ্ঞাপন করেন।