নিজস্ব প্রতিবেদক
ফেনীর সোনাগাজী সড়কে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে আবু সাঈদ সুমন (৩৩) নামে গাড়িটির চালক নিহত হয়েছেন।
বুধবার (১লা মে) সকালে সোনাগাজীর মামার দরবার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আরেক সিএনজি চালক জানান,সোনাগাজী থেকে আসার পথে দেখেন একজন যাত্রীসহ সিএনজি অটোরিকশা টা সড়কে উল্টে পড়ে আছে। তবে যাত্রী সামান্য আহত হলেও চালক সুমন গুরুতর আহত হন। মুমুর্ষু অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সুমনের মামা কপিল উদ্দিন বলেন, সুমন সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য ভোর ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়। লালপোলের দিকে আসার পথে ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
নিহত সুমন সোনাগাজী উপজেলার ৭নম্বর সোনাগাজী ইউনিয়নের চরখোয়াজ গ্রামের হামিদ আলী মিজী বাড়ির আলী আফসারের ছেলে। সে তার পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়িতেই বসবাস করতেন।
আবু সাঈদ সুমন তারপাঁচ ভাইবোনের সবার বড়। তার ৫ মাস বয়সের এক পুত্র সন্তান রয়েছে। তিনি নিজের সিএনজি নিজেই চালাতেন।
সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।