১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> টপ নিউজ
  • ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার করল বিজিবি
  • ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার করল বিজিবি

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার করেছে বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল ও বেউরঝাড়ি সীমান্তবর্তী এলাকায় এই জমি সোমবার দখলে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান ও ৩ বিঘা নদীর চর রয়েছে। উদ্ধার করা জমিতে সাদা পতাকা (নিশানা) টানিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর থেকে অর্থাৎ ৭৬ বছর ধরে এই জমিগুলো ভারতের দখলে ছিল।

    ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে পূর্ব থেকেই নিশ্চিত ছিলো জমিগুলো বাংলাদেশের। বিজিবির আহ্বানে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে এবিষয়ে পতাকা বৈঠক হয়। সেখানে জমিগুলো বাংলাদেশের বলে বিজিবির পক্ষ হতে জোরালো দাবি তোলা হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য সার্ভেয়ারের মাধ্যমে যৌথ জরিপের দাবি করে বাংলাদেশ। এতে সম্মত হয় ভারত।

    তিনি জানান, গত ৬ ও ৭ মার্চ বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ ও চার্জ অফিসার এবং ভারতীয় সার্ভে বিভাগের সহকারী চার্জ অফিসার এর সমন্বয়ে— বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ জগদল এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমানা নির্ধারণের জন্য যৌথ জরিপ করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ মার্চ জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৫ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায় এবং অপরদিকে প্রায় ৭ দশমিক ৫ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। এরপর গত ৭ মার্চ বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ৭৬ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায়। অপরদিকে প্রায় ১৬ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। উল্লেখ্য, উক্ত জরিপে বাংলাদেশের প্রাপ্ত জমির পরিমান ৯১ বিঘা এবং ভারতের প্রাপ্ত জমির পরিমান ২৩ দশমিক ৫ বিঘা।

    উদ্ধার হওয়া জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের কাঝে হস্তান্তরের লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর পক্ষ হতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ।

    আরও পড়ুন

    দাগনভূঞায় সীরাতুন্নবী (সাঃ) পালন
    মহিপালে ৩৮’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    দাগনভূঞায় ফ্রি মেডিকেল ক্যাম্প
    আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
    ফেনীতে পবিত্র ঈদে আজম অনুষ্ঠিত
    পৌরসভায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ১ মাস ১০ দিন পর মামলা
    কোন দলকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি
    ছনুয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ