নিজস্ব প্রতিবেদক
ফেনীতে খড়ের গাদায় আগুন দিয়ে প্রবাসীর স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পবিত্র লাইলাতুল কদরের রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদি প্রবাসী ফারুকের বাড়বতে এ ঘটনা ঘটে।
স্বজনরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা ধান ক্ষেতের মাঝখান থেকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।অতিরিক্ত রক্ষক্ষরনে অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়।
স্বজন ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ফাতেমা লাইলাতুল কদরের নামাজ পড়ছিলো এসময় নাকে পোড়া গন্ধ পেয়ে তার মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাহিরে আসলে দেখে খড়ের গোদায় আগুন জ্বলছে। তাদের শৌর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নিভাতে। এর ফাঁকে বাহিরে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সকলের অগোচরে ফাতেমাকে তুলে নিয়ে যায়।
স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখোজি করে, তাকে না পেলে সরকারের জরুরী সেবা ত্রিফল নাইনে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘন্টাখানেক খোঁজাখোঁজির পর ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধারকরে ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। স্বজনদের অভিযোগ পাশের বাড়ি খোকন মজুমদারের সাথে জায়গা জমির বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
অপরদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, ফুলগাজী থেকে ফাতোমা নামে একজন রোগীকে মুমুর্ষ অবস্থায় আনা হয়েছে। তার মাথায়, হাতে, পায়ে ও গায়ে বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া গেছে। অতিরিক্তি রক্তের ক্ষরনের কারনে অবস্থার অবনতি হলে তাকে উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়।
পেঅপ : জায়গা জমির বিরোধের জেরে গত ২৯ মার্চ প্রবাসী ফারুক আহম্মেদ এর বাড়িতে রাতে হামলার ঘটনায় আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকন এর বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ প্রবাসীর স্ত্রী।