১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
ফেনীতে ডোবায় মিলল বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ- মজিবুর রহমান মঞ্জু পেশাদার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার প্রগতি ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি লোকমান ও সম্পাদক শাহীন অধ্যাদেশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ফেনী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বাবলু ও সম্পাদক পারভেজ ফেনীতে কৃষকদের পার্টনার স্কুল কংগ্রেস -২০২৫ অনুষ্ঠিত বন্ধুর বিশ্বাসঘাতকতায় ছাত্রলীগ নেতা বিমান বন্দরে কট পুলিশ কোয়ার্টারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণকাজের অভিযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> টপ নিউজ
  • ফেনীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত-৬
  • ফেনীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত-৬

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে ৬জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।
    চট্টগ্রামগামী মেইল ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

    স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেইট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

    নিহতদের মধ্যে দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মো. মিজান (৩২)। তিনি উজিরপুরের কাউয়ারাহার আবুল হাওলাদারের পুত্র। অপরজনের পরিচয় জানা যায়নি। একজন সন্ধ্যায় চট্ট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। অপর তিন নিহত ট্রেন আরোহি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। নিহত এই তিনজনকে তাদের বন্ধুরা কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে নিয়ে গেছে। সন্ধ্যায় তাদের তিন বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে।

    ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, চৌদ্দগ্রামের তিনজনের নিহতের ঘটনা আমাদের জানাছিলো না। পরে ক্রসচেকে তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত হয়েছি। চট্ট্রগাম মেডিকেলে কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামের ১১ বন্ধু ট্রেনে ভ্রমন করছিলো। তাদের তিনবন্ধু ট্রেনে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু বরণ করেছেন। তাদের মৃতদেহ বন্ধুরা সরাসরি বাড়িতে নিয়ে গেছে। তাদের দাফনও সম্পন্ন হয়েছে।
    এদিকে ট্রেন দুর্ঘটনার রপর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেইটে সকাল সাড়ে আটটার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও দুটিম মৃতদেহ সরিয়ে নেন রেলওয় কর্তৃপক্ষ। আহত অবস্থায় একজনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    পুলিশ সুপার মো. জাকির হাসান আরো জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পিছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    ফেনীতে ডোবায় মিলল বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
    নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ- মজিবুর রহমান মঞ্জু
    পেশাদার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
    প্রগতি ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি লোকমান ও সম্পাদক শাহীন
    অধ্যাদেশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা
    কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
    ফেনী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বাবলু ও সম্পাদক পারভেজ
    ফেনীতে কৃষকদের পার্টনার স্কুল কংগ্রেস -২০২৫ অনুষ্ঠিত