নিজস্ব প্রতিবেদক
দাগনভূঞায় আগুনে কেড়ে নিল বিধবা মনু চৌধুরীর স্বপ্ন। সোমবার সকাল ১১টার দিকে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর বাজারস্থ গোপী চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুনে তাদের ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।
আগুনে বিধবা মনু চৌধুরীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দেড় বছর আগে মনু চৌধুরীর স্বামী মৃত্যু বরণ করলে তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করে মনু চৌধুরী। স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে তিনি শিক্ষকতা করেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিকা চাকমা জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে যোগাযোগ করব।
ফেনী ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব চন্দ্র মালাকার বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।