নিজস্ব প্রতিবেদক
বাসায় ফিরে ইফতার করা হলো না সাইফুল ইসলামের (২৫)। সড়ক কেড়ে নিল তারল প্রাণ।
সাইফুর ফেনী এসেছিলেন ব্যবসার কাজে। কথা ছিলো ফিরে গিয়ে পরিবারের সবার সাথে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। লরি কেড়ে নিলো তার প্রাণ।
শুক্রবার সন্ধ্যায় ইফতারের ১৫ মিনিট আগে ৫ টা ৫০ মিনিটের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় ঘটেছে এ নির্মম সড়ক দূর্ঘটনা। কুমিল্লার চৌদ্দগ্রাম অভিমূখী সিএনজি অটোরিক্সাকে বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয় লরির সাথে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন।
নিহত সাইফুলের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার কালী আইশ গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। পরিবারের অন্যদের সাথে থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামে। সাইফুল যাচ্ছিলেন তার বাসায়। সাইফুলের বড় ভাই মাসুদ জানান , ইফতারের কিছুক্ষন আগে খবর পান তার ভাই সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
মৃতদেহ ফেনী জেনালের হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় সিএনিজ চালক মো. রাসেল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফেনী জেনালের হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক রুহুল মোহসেন সুজন সড়ক দুর্ঘটনায একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।