ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার দুপুরে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া’র নেতৃত্বে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, কৃষি জমিতে অবৈধ মাটি কাটার দায়ে একটি ট্রাক জব্দ করেন। এ এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত ক্ষণনযন্ত্রের যন্ত্রাংশ জব্দ করা হয়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা জি এম হাট ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একটি মাটি পরিবহনকারী ট্রাক, দুইটি এস্কেভেটরের মাটি কাটার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও গেল দুই মাসে ফুলগাজী উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।