নিজস্ব প্রতিবেদক
ফেনীর বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংকলন ‘স্মৃতি ৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটস এবং গণমাধ্যমকর্মী।
আলোচনা সভায় বিভাগীয় কমিশনার বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রকাশিত গ্রন্থটি অনুকরণীয় উদ্যোগ। এতে ইতিহাস বিকৃতি কমবে। যুদ্ধ কিভাবে হয়েছে তা বীর মুক্তিযোদ্ধাদের লেখাতেই সঠিকভাবে উঠে আসবে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম জাতি গঠনে কাজে লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে বীর সন্তানরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
জেলা প্রশাসক জানান, মহান মুক্তিযুদ্ধে ফেনীর বীর সন্তানদের বীরত্বের কথা অমলীন করতে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখতে এই প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রথম খ-ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
তিনি জানান, ফেনীর বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সংরক্ষণে শহীদ, মৃত, জীবিত সকলের তথ্য সংরক্ষণে বই আকারে প্রকাশ করা হবে।
সিনিয়র সহকারি কমিশনার পূদম পুষ্প চাকমার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শেহাব উদ্দিন, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির মডারেশন বোর্ডের প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। গ্রন্থের সম্পাদনা করেন সাবেক ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।