নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ছয় দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ফেনী পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুসাম্মৎ শাহিনা আক্তার।
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হাসান মেলা বাস্তবায়ন কমিটির আহব্বায়ক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।
মেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রাশেদ মজহার সঞ্চালনায় অনুষ্ঠানে কবি-সাহিত্যিক সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায ১৫টি স্টল স্থান পেয়েছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, প্রতিবছর এভাবে বই মেলার আয়োজন করা হবে। সামনে আরো বড় পরিসরে মেলার আয়োজন করা হবে।