শহর প্রতিনিধি
ফেনীতে প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সাইদুল ইসলাম রনি (৩০) নামে ফিলিং স্টেশনটির এক কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।
গতকাল সোমবার সকালে সদর উপজেলার দেবীপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রাইম সিএনজি ফিলিং স্টেশনটিতে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত যুবক হলেন সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. জাহিদ আলম (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালক জাহিদ আলম (২৭) দেবীপুর এলাকায় দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য যান। সিএনজিচালিত অটোরিকশাটির সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাস ঢোকানোর কাজে নিয়োজিত ফিলিং স্টেশনটির কর্মচারী সাইদুল ইসলামের শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ আলমও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজিচালিত অটোরিকশাচালক জাহিদ আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের চাচা মুসলিম উদ্দিন বলেন, দুইমাস আগে রনি ফেনী সদর উপজেলার ধর্মপুর কাঁঠালতলা এলাকায় মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে খাদিজা আক্তার রিংকির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে দীর্ঘদিন ধরে প্রাইম ফিলিং স্টেশনে চাকরি করতেন। রাতে ডিউটি শেষ করে সোমবার সকাল ৮টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।