১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • রামপুর একাদশকে হারালো কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন
  • রামপুর একাদশকে হারালো কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফেনী জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ২য় বিভাগ ক্রিকেট লীগের খেলায় জয়লাভ করেছে
    নবাগত কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন দল। গতকাল বুধবার দুপুরে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন দল রামপুর একাদশকে হারিয়ে শুভসূচনা করে। রামপুর একাদশের ৮৫ রানের টার্গেটে ব্যাটিং করে কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন দল ৩ উইকেট হারিয়ে ৯০ রান করে সহজে জয় তুলে নেয়। কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন দলের টিটু ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হয়।

    প্রসঙ্গত, ফেনী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২য় বিভাগ ক্রিকেট লীগে ক-গ্রুপে ডাক্তার পাড়া ক্লাব, রামপুর সুপার কিং, আবাহনী ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমী, ফেনী ইয়াং সোসাইটি, খ-গ্রুপে ইয়াং ফ্রেন্ডস সোসাইটি, নব তরুণ সংঘ, রাইজিং ব্রাদার্স, ফেনী জুনিয়র একাডেমী, একাডেমী একাদশ, গ-গ্রুপে রামপুর স্পোর্টিং ক্লাব, তৃপ্তি বিস্কুট লিমিটেড, জোনাকী সংসদ, লায়ন্স স্পোর্টিং ক্লাব, ফেনী ক্রিকেট একাডেমী, ঘ-গ্রুপে রামপুর একাদশ, ইয়াং ব্রাদার্স, ফেনী ওয়াপদা স্পোর্টিং ক্লাব, ফুলগাজী ক্রিকেট ক্লাব ও কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশনসহ মোট ২০টি দল অংশগ্রহণ করছে।

    কমিশনার জয়নাল আবেদীন ফাউন্ডেশন দলকে উৎসাহিত দিতে মাঠে এসেছিলেন, ফেনী পৌর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার, সহ-সভাপতি রাশেদ হাজারীসহ দলটির কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া