নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন শেষে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এফবিসিসিআই’র পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন কার্য্ নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি নির্বাচিত হন। কমিটির সভাপতি নির্বাচিত হন সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ৪র্থ বারের মতো মাহসচিব নির্বাচিত হন এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ।
গতকাল সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে সভাপত্বি করেন, সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ খন্দকার’র সঞ্চালনায় অতিথি ছিলেন, কালিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার) এমপি, গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি, এফবিসিসিআই’র পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন।