ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে, জনগণের দ্বারে দ্বারে সমর্থন আদায়ের জন্য ঘুরছেন হারুন মজুমদার।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে, তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত্বে, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. হারুন মজুমদার, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পাড়া মহল্লায় ইউনিয়নে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের মাঝে নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন এবং দোয়া সমর্থনের সহযোগিতা কামনা করেন। তাঁরই ধারাবাহিকতায় গতকাল ফুলগাজী উপজেলার জি এম হাট ও মুন্সীরহাট ইউনিয়নের সাধারন জনগণের সাথে মতবিনিময় ও তাঁর পক্ষে সমর্থন আদায়ের জন্য কজ করে যাচ্ছেন। তিনি ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।