শহর প্রতিনিধি
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফেনী লায়ন্স ফ্যামিলির আওতাধীন লায়ন্স ক্লাব অব ফেনী মহুরী, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল, লায়ন্স ক্লাব অব ফেনী সিটি ও লায়ন্স ক্লাব অব
ফেনী অর্কিডের যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলার আনুমানিক তিন হাজার নারী এবং পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের ডা. আহসানুল কবির, কুমিল্লা চক্ষু হাসপাতালের ডা. ইমরান হোসেন, ফেনী চক্ষু হাসপাতালের ডা. আরিফ হোসেনসহ মোট ৭ জন চিকিৎসক এ সেবা দিয়েছেন। এসময় চক্ষু রোগীদের চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও ছানি পড়া ও নেত্রনালির অপারেশনের জন্য বাছাই করা হয়। ফেনী লায়ন্স ফ্যামিলির আওতাধীন চারটি ক্লাবের আয়োজনে চক্ষু চিকিৎসা শিবিরের চেয়ারম্যান লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহাদাত হোসেন। এছাড়াও উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ফেনী মহুরীর প্রেসিডেন্ট লায়ন ওমর ফারুক মজুমদার, লায়ন্স ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট লায়ন দ্বীন মোহাম্মদ, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমদ, লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিডের প্রেসিডেন্ট লায়ন ইসরাত জাহান আক্তারসহ লায়ন্স ক্লাব অব ফেনী মহুরী, ফেনী সেন্ট্রাল, ফেনী সিটি ও ফেনী অর্কিডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।