শহর প্রতিনিধি
দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত শাহজালাল রতনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রাজাঝির দীঘির পাড়ে অবস্থিত ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে স্মরণ সভায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.এ.জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাজাহান সাজু, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়াও সাংবাদিক শাহজালাল রতনের স্মরণ সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন, বাংলাভিশন টিভির ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশীদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলু, জহিরুল হক মিলন, আলী হায়দার মানিক, দিদারুল আলম, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. ওমর ফারুক ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, শাহাজালাল রতন ভাই সাহসী একজন সাংবাদিক ছিলেন। তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশ ও পরিবেশন করার বিষয়ে কারো সাথে কখনো আপোষ করেন নাই। পৌর মেয়র উপস্থিত জেষ্ঠ্য সাংবাদিকদেরকে নতুন প্রজন্মের সাংবাদিকদের কথা চিন্তা করে হলেও
সকল ভেদাভেদ ও বিবাদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক শাহাজালাল রতনের ছেলে শাহ মোহাম্মদ ইমতিয়াজ ও ফেনীতে কর্তব্যরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাংবাদিক শাহজালাল রতন গত ২৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করেন।