৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অপরাধ >> আইন আদালত >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> টপ নিউজ >> মিরসরাই
  • মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
  • মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

    দৈনিক আমার ফেনী

    মিরসরাই প্রতিনিধি:

    চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এস.বি.কে ইটভাটাকে। বুধবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গড়িয়াইশ এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে অভিযোগ পেয়ে গতকাল বুধবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় গড়িয়াইশ এলাকার রেললাইনের পূর্ব পাশে পাহাড় এবং পাহাড়সংলগ্ন কৃষিজমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। তিনটি পয়েন্টে স্থানভেদে ১৫-২০ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হয়।

    আরও জানা যায়, এলাকায় তিনটি পয়েন্টে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সকাভেটর (খনন যন্ত্র) পাওয়া গেলেও চালক কিংবা হেলপার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের কাছেই এসবিকে ইটভাটায় গত সাত দিন ধরে পাহাড়ের মাটি সরবরাহ করার কথা স্বীকার করেন ইটভাটার মালিক আব্দুল্লাহ আল ফয়সাল। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

    আরও পড়ুন

    যুবকদের প্রশংসা করলেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ
    ফেনীতে বন্যাদুর্গতদের বিজিবির চিকিৎসা ও ওষুধ প্রদান
    ফেনীর বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি, কোথাও অবনতি
    বানের জলে ভাসিয়ে দেয়া হলো শিফুকে
    দাগনভূঞায় কৃষকদের প্রশিক্ষণ দিলো বিনা
    মিরসরাইয়ের ঝর্ণায় ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু
    পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফায় বন্যা
    ডেইলি মুহুরী ডট কমের উদ্বোধন