শহর প্রতিনিধি
ঐতিহ্যবাহী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক আবদুল মুকিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক ও ফেনী জেলা শিক্ষা অফিসার মো.শফি উল্লাহ।
প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফেনী জেলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের
অনেক বরণ্য ব্যক্তিবর্গ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের
শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে।
নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের জন্য অত্যন্ত যুগোপযোগী। বর্তমান শিক্ষা কারিকুলাম বাইরের দেশের ন্যায় একজন শিক্ষার্থী হাতে কলমে শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেও নিজেকে মূল্যায়ন করার সুযোগ রয়েছে।
বিশেষ অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান সঠিক সময়ে স্কুলে আগমন করছে কিনা এবং সঠিক সময়ে বাসায় ফিরছে কিনা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথি পৌর মেয়র উপস্থিত শিক্ষার্থীদেরকে কিশোর গ্যাং ও বখাটে ছেলেদের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দেন।
পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজো, মোরগ লড়াইসহ মোট ১২৬টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।