১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে শুরু হলো তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব
  • ফেনীতে শুরু হলো তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখেতে ফেনীতে শুরু হলো তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব। গতকাল বুধবার ফেনী জেলা প্রশাসনের সহায়তায় ও ফেনী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
    ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার থেকে চলা পিঠা উৎসব আগামী শুক্রবার পযর্ন্ত চলবে। ফেনী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস.এম.টি কামরান হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সফিকুল রিদওয়ান আরমান সাকিল ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
    পিঠা উৎসবে পসরা সাজিয়ে বসেছন ৩০টি স্টল। নারীর স্বপ্ন ঘেরা ফাউন্ডেশন, ফেনী নকশী পিঠা ঘর, ছায়া মহিলা উন্নয়ন সমিতি, রাজকীয় পিঠা ঘর, নৃত্যকলা একাডেমি ফেনী, শিল্পতীর্থ ফেনী, সুরসন্ধি সাংস্কৃতিক ফেনী, আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনী, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র ফেনী, স্মৃতি ফাউন্ডেশন, সূর্যের হাসি খেলাঘর, স্বপ্ন বুটিকস মহিলা উন্নয়ন সংস্থা, স্বপ্নীল সাংস্কৃতিক সংগঠন ফেনী, অপরাজিতা মহিলা কল্যান সমিতি, আবৃত্তি একাডেমি ফেনী, ফেনী সদর উপজেলা শিল্পকলা একাডেমি, দাগনভূঞা উপজেলা শিল্পকলা একাডেমি, পরশুরাম শিল্পকলা একাডেমি, সোনাগাজী শিল্পকলা একাডেমি, ছাগলনাইয়া শিল্পকলা একাডেমি, জেলা আনসার ভিডিপি ফেনী, কোহিনূর’স হোমমেড ফুডস, সহজ বাজার ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের নামে স্টলগুলোতে শোপভা পেয়েছে বাহারী রকমের পিঠা।
    প্রতিটি স্টলে পিঠা, আচার, পুডিং, পায়েশ সমান্তরালভাবে সাজিয়ে রেখেছে, যা ক্রেতাদের মনোযোগ আকৃষ্ট করতে অত্যন্ত উপযোগী। বিশেষ করে ভাঁপা পিঠার ঘ্রাণে চারপাশ যেন পিঠাময় হয়ে উঠল। পিঠার গন্ধে মুগ্ধ হয়ে ক্রেতা এবং পরিদর্শনকারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খেয়ে পিঠা উৎসবকে সার্থক করেন। উৎসবকে ঘিরে দর্শনার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। একদিকে পিঠা উৎসব অন্য দিকে মঞ্চে পরিবেশিত হয়েছে নাচ, গান আর আবৃত্তি। আগত দর্শকরা ভালোই উপভোগ করেছে উৎসবটি। অনেককেই দেখা গেছে সেলফিতে নিজেকে ক্যামরাবন্ধী করতে। অনেকে করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ।
    উক্ত পিঠা উৎসবে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ফেনী জেলার সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দসহ অসংখ্য দর্শনাথীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক