নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু। গতকাল শনিবার সকাল ১১টায় তাঁরা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ফেনীর কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু আওয়ামী লীগের দুর্দিনে ঢাকার রাজপথের সাহসী সৈনিক। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনের অকুতোভয় যোদ্ধা, হামলা মামলা নির্যাতনের স্বীকার হওয়া মুক্তিযোদ্ধা নেতা।
সাক্ষাৎকারের সময় এই দুই নেতা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তাদের বিভিন্ন সমস্যা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বলে জানান সফিকুল বাহার মজুমদার টিপু। এসময় তাঁরা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনার সাথে মুক্তিযোদ্ধারা সব সময় আছে ও থাকবেন বলে আশ^স্ত করেন।