১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে
  • আমার ফেনী’র বার্তা কার্যালয়ের আনুষ্ঠানিক পথ চলা
  • আমার ফেনী’র বার্তা কার্যালয়ের আনুষ্ঠানিক পথ চলা

    দৈনিক আমার ফেনী

    আমার ফেনী ডেস্ক
    দৈনিক আমার ফেনী’র বার্তা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে কার্যালয়টি উদ্বোধন করা হয়। এখন থেকে দৈনিক আমার ফেনী’র নতুন বার্তা কার্যালয় শহরের ট্রাংক রোডে। নতুন কার্যালয়ের ঠিকানা ৪২১ ইসলাম কমপ্লেক্স (সরকারি গার্লস স্কুলের পাশে) ২য় তলা, ট্রাংক রোড ফেনী।
    শুক্রবার রাতে কার্যালয়টির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, রিপোটার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঞা, রবিউল হক রবি, মো. শাহাদাত হোসেন, আরিফুল আমিন রিজভী, যতন মজুমদার, দিলদার হোসেন স্বপন, এনএন জীবন, নজির আহাম্মদ রতন, নাজমুল হক শামীম, শাহজালাল ভূঞা, শেখ ফরিদ উদ্দিন আত্তার, মুহাম্মদ আরিফুর রহমান, মো. মহিববুল্লাহ ফরহাদ, আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আফছার দিদারুল আলম, ছিদ্দিক আল মামুন, তোফায়েল আহম্মদ নিলয়, সোলায়মান হাজারী ডালিম, রফিকুল ইসলাম, আমিন চৌধুরী, মো. ফারুক, এসএম ইউসুফ আলী, এম এ জাফর, মিজানুর রহমান, তারেক মজুমদার, মীর হোসেন রাসেল, তারেক চৌধুরী, দুলাল তালুকদার, ইয়াসির আরাফাত রুবেল, এম এ আকাশ, এনামুল হক বাদশা, জাহিদ হোসেন রনি প্রমুখ।
    উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ‘ল’ কলেজের অধ্যক্ষ রাশেদ মাজহার, ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিবলী, দাউদপুর এগ্রোর স্বত্বাধিকারী নাজমুল করিম আলমগীর, মহিপাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল চৌধুরী, ইউরো ফোমের স্বাত্বাধিকারী আবু বক্কর, ব্যবসায়ী সবুজ পাটোয়ারী, মো. কামরুল, মো. ফারুক, কোরবান আলি বাবুল, শহীদ মজুমদার ও প্রবাসী নুরে আলম রনি, কৃষি ব্যাংকের কর্মকর্তা বিনয় দাস প্রমুখ।
    এছাড়া পত্রিকাটির সম্পাদক জমির বেগ, সহযোগী সম্পাদক আতিয়ার সজল, নির্বাহী সম্পাদক সমির উদ্দিন ভূঞা, বার্তা সম্পাদক সুরঞ্জিত নাগ, পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, শহর প্রতিনিধি কামরুল আরেফিন, ফুলগাজী প্রতিনিধি মো. জামাল উদ্দিন সজিব, দাগনভূঞা প্রতিনিধি এম এম রহমান সোহেল, আদালত প্রতিবেদক এডভোকেট গাজী তারেক, চৌদ্দগ্রাম প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, মাল্টিমিডিয়া ইনচার্জ জোবায়ের হোসেন রিহান, চিত্র সাংবাদিক সুলতান মাহমুদ জয় উপস্থিত ছিলেন।
    এখন থেকে ২৪৭, সার্কিট হাউজ রোডস্থ প্রধান কার্যালয়টি সম্পাদকীয় কার্যালয় হিসেবে ব্যবহার হবে। বার্তা বিভাগের সকল কার্যক্রম ট্রাংক রোডস্থ নতুন কার্যালয় থেকে পরিচালিত হবে।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া