১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম
  • পরশুরামে মাঠে তৎপর আওয়ামী লীগের একাধিক প্রার্থী
  • উপজেলা পরিষদ নির্বাচন

    পরশুরামে মাঠে তৎপর আওয়ামী লীগের একাধিক প্রার্থী

    দৈনিক আমার ফেনী

    আবু ইুউসুফ মিন্টু
    পরশুরামে উপজেলা জুড়ে উপজেলা নির্বাচনি হাওয়া বইছে। ভোটকে সামনে রেখে মাঠে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে উপজেলায় একাধিক প্রার্থী মাঠে তৎপর হয়েছে। দলের সবুজ সংকেত পেতে জোর তদবির করে যাচ্ছেন। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিলেও নৌকা প্রতীক না দেওয়ার ঘোষণায় অনেক স্বতন্ত প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখা দিয়েছে। তারা শুরু করেছে তৎপরতা।
    তবে আসন্ন পরশুরা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করার বিষয় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সিদ্বান্তই চুড়ান্ত সিদ্বান্ত বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করছেন।
    গত উপজেলা নির্বাচন থেকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। ফলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে পরশুরাম তালিকাভুক্ত থাকায় আগামী সপ্তাহে তফসীল হওয়ার সম্ভবনা রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
    ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রয়াত এনামুল করিম মজমুদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
    এবার সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই হবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও স্বতন্ত্র প্রার্থীদের সাথে। এই বিষয়টি মাথায় রেখেই ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুতি নিচ্ছেন।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো প্রার্থী হবেন উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার। তিনি এবারও উপজেলা চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে তিনি নিশ্চিত করেছেন। তবে এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম। তাকে ঘিরে গুঞ্জন শুনা যাচ্ছে বেশ জোরালো ভাবে।
    এছাড়াও এবার উপজেলায় পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছেন বীর মুক্তিযোদ্বা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ফিরোজ আহাম্মদ মজুমদার। তিনি এর আগেও ২০০৯ সালেও উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে আওয়ামী লীগের নীতি নির্ধারনী ফোরাম তাঁর বিরোধীতা করায় তিনি হেরে যান বলে জানা যায়। ফিরোজ আহাম্মদ মজুমদার স্বাধীনতার পরবর্তীতে একে একে ছাত্রলীগ, যুবলীগ উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের নেতৃত্বে ছিলেন। তিনি টানা ত্রিশ বছর ধরে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সর্বশেষ উপদেষ্টা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করবেন বলে জানান।
    এছাড়াও আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের ঘনিষ্টজন হিসাবে পরিচিত ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম চৌধুরী বাবু উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শুনা যাচ্ছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো, যুবলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা যুবলীগ আহব্বায়ক মো. ইয়াছিন শরীফ মজুমদারের নামও শুনা যাচ্ছে।
    অপরদিকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মাঠে আলোচনায় রয়েছেন স্বাধীনতা পরবর্তী সময়ের ছাত্রলীগের সাবেক সমাজ কল্যান বিষক সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পেয়ার আহাম্মদ বাবলু, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ মো. নাছির আজম মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ সৈকতসহ একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। এছাড়াও পরশুরাম উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার ছোট ছেলে ইকরামুল করিম মজুমদার প্রার্থীতার আগ্রহ প্রকাশ করেছেন।
    অপরদিকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া এবারও প্রার্থী হবেন বলে তিনি নিশ্চিত করেছেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল’র সহধর্মীনি নিলুফা ইয়াসমিন প্রার্থী হতে পারেন এছাড়াও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার, জেলা পরিষদ সাবেক সদস্য নিলুফার করিম মজুমদার এর নাম শুনা যাচ্ছে। এছাড়াও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসরিন খালেদা রতœা, যুব মহিলা লীগ নেত্রী রহিমা জাফর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতার কথা শুনা যাচ্ছে।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী বলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য আমাদের রাজনৈতিক অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম যাকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দিবেন আমরা তাঁর পক্ষে কাজ করবো। তৃণমূলের ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দেওয়ার দাবি জানান আহাদ চৌধুরী।
    পরশুরাম উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহাম্মদ মজুমদার বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি হওয়ায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ইমেজ, সাংগঠনিক দক্ষতা, সততা ও রাজনৈতিক অবস্থান আনুগত্য দলে অবদানসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিবেন। মনোনয়ন দৌড়ে অনেকের নাম থাকলেও রাজনৈতিক পেক্ষাপটসহ নানা বিষয়কে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থীকে সে দলীয় প্রার্থী হিসাবে ঠিক করবেন বলে আমি আশা করি।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া