১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজীতে মসজিদের অজুখানা ভেঙে জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • সোনাগাজীতে মসজিদের অজুখানা ভেঙে জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি মাচ্ছাপুকুর জামে মসজিদের নির্মানাধীন অজুখানা ভেঙ্গে জবরদখলের প্রতিবাদে ও ভূমিদস্যু আমির হোসেন গংদের বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটি, জমিদাতাগণ ও স্থানীয় মুসল্লীরা। গতকাল রবিবার বিকালে সোনাগাজী পৌর-শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পশ্চিম পালগীরি আদর্শ সমাজের সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মহি উদ্দিন সেলিম, মসজিদের জমিদাতা মো. ইব্রাহিম, মো. ইসমাইল, প্রবাসী জাহেদ হাসান মুন্না।

    সমাজ পরিচালনা কমিটির সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মহি উদ্দিন সেলিম তার বক্তব্যে বলেন, মুসল্লী ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা মসজিদের মালিকানাধীন জায়গায় অজুখানা নির্মান শুরু করি। গত ১৬জানুয়ারী মঙ্গলবার দুপুরে একই এলাকার আমির হোসেন নামের একজন হঠাৎ এসে নির্মানাধীন অজুখানা ভেঙে পুকুরে পেলে দেয় এবং সমাজ ও মসজিদ কমিটির লোকজন কে নানা রকম হুমকি-ধমকি দেয়।
    মসজিদের জমিদাতা মো. ইব্রাহিম এবং মো. ইসমাইল বলেন, এই মসজিদের জন্য আমাদের পিতা তাজুল ইসলাম সারেং এবং চাচা নুর ইসলাম তাদের জীবদ্দশায় ৯শতক ভূমি ওয়াকফ করে যান। আমরা আমাদের পিতার মাগফেরাত কামনায় আমারা ৫ ওয়ারিশ মিলে আরো ১৪.৬৬ শতক জমি দান করি। আমাদের ভাই জাহাঙ্গীর আলম এলাকার আমির হোসেন নামক এক ব্যক্তির কাছে ২শতক ভূমি বিক্রি করে। কিন্তু আমাদের কে সামাজিক ভাবে হেয় করার জন্য গ্রহীতা আমির হোসেন মসজিদের অজুখানা ভেঙ্গে জবর দখলের চেষ্টা চালায়। অথচ একই খতিয়ানের একই দাগে আরো ১১ডিসিম ভূমি অবশিষ্ট আছে, আমির হোসেন সেই জমি থেকে দখল না নিয়ে মসজিদের অজুখানা ভেঙে জবরদখলের চেষ্টা চালায়। যা অত্যন্ত অমানবিক অসামাজিক ও গর্হিত কাজ বলে প্রতিয়মান হয়।
    সংবাদ সম্মেলনে পালগিরী এলাকার প্রবাস জাহেদ হাসান মুন্না বলেন, আমি একজন প্রবাসী, আমরা প্রবাসীরা মসজিদ-মাদ্রাসার জন্য সব সময় দান করি। কিন্তু ১৪/১৫ মাস আগে ইরাক থেকে ভিসা বাতিল করে দেশে চলে আসা একজন ব্যক্তি যখন নিজেকে প্রবাসী দাবী করে, মসজিদের ভূমি জবরদখল করে এবং সমাজের বিরুদ্ধে কাজ করে তখন আমরা প্রবাসী হিসাবে লজ্জিত হই। সংবাদ সম্মেলনে উপস্থিত লোকজন আমির হোসেনের এমন অমানবিক, অসামাজিক ও গর্হিত কাজের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেন। এসময় জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪