নিজস্ব প্রতিবেদক
ফেনীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি।
রোববার বিকেলে ফেনী পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের হাজী ইমাম বক্স লেনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহ-সভাপতি আলী হায়দার মানিক, সাধারণ সম্পাদক এম এ জাফর, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মো. ওমর ফারুক, কিশান মোশাররফ ও মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
এ সময় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচীর সমন্বয় করেন সংগঠনের দপ্তর সম্পাদক আজিজ আল ফয়সাল।