নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ১০ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. শাহ নেওয়াজ (৩৫)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাবিল মিয়ার ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মহিপাল ফ্লাইওভারের নিচে নোয়াখালী মহাসড়কের মাথায় অভিযান পরিচালনা করে মো. শাহ নেওয়াজ নামে এক মাদককারবারিকে সন্দেহজানক হিসেবে আটক করে তার সাথে থাকা ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সদীপ কুমার দাস গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের পর মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।