নিজস্ব প্রতিনিধি
ফেনীর সামাজিক সাংস্কৃতিক আন্দোলন ও মানবিক সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসির উদ্যোগে বুদ্ধিপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার ফেনী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্কুলটির প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কোমলমতি বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব সাজ্জাদুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে এফডিসি’র সব ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য ফেনীর অসহায় মানুষের পাশে সুখে দুখে থাকার জন্য এবং সময়োপযোগী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন পূর্বক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুলটির সাধারণ সম্পাদক এডভোকেট সমির কর, সমাজ সেবক ইমন উল হক, এফডিসি’র সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রেজভী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু, মহিউদ্দিন সেলিম, রেজাউল মোর্শেদ পাশা, মোতাহের হোসেন তারু, অজিদ বরণ দাস, মানবিক সহায়তা টিম সমন্বয়ক কাউসার উল হাসান চৌধুরী মুন্না, জিএম আজিম মহিম, আনোয়ার হোসেন, দিদার মজুমদার, এফডিসি কুয়েত শাখা সভাপতি ফারুক আনন্দ, হাবিবুল্লাহ বাহার সেলিম, রাজিব সারোয়ার, জিয়াউল হক টিটু, মোজাম্মেল হক বাদল প্রমূখ।