১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> টপ নিউজ
  • ছাগলনাইয়ায় পুড়ে ছাঁই আয়েশা আক্তারের স্বপ্ন
  • ছাগলনাইয়ায় পুড়ে ছাঁই আয়েশা আক্তারের স্বপ্ন

    দৈনিক আমার ফেনী

    ছাগলনাইয়া প্রতিনিধি
    ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা এলাকার মুন্সী বাড়ির মফিজুর রহমানের বাড়িতে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মফিজের স্ত্রী আয়েশা আক্তারের স্বপ্ন ভেঙ্গে গেছে। স্বামী হারা আয়েশা দুই ছেলে দুই মেয়ে নিয়ে কষ্টে জীবন পার করেছিলেন। দুই মেয়ে বিবাহ দিয়ে এক সন্তানকে বিদেশে পাঠিয়ে কোনরকম দুঃখের জীবন পার করে সুখের দিকে এগুচ্ছেন আয়েশা।ছোট ঘরে দীর্ঘদিন যাবত বসবাস করার পর স্বপ্ন দেখেছেন নতুন একটা নীড়ের।কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না আয়েশার। ডাক্তার দেখাতে গ্রামের বাড়ি থেকে ছাগলনাইয়া এসেছিল আয়েশা। রাতে খবর পায় বাড়ীতে আগুন লেগেছে। আয়েশা বাড়ীতে গিয়ে দেখে তাঁর স্বপ্ন তাঁর চোখের সামনে দাউদাউ করে জ্বলছে।এতক্ষণে আগুনে তাঁর সব কিছু কেটে নিয়েছে। আয়েশা আক্তার হাউমাউ করে কেঁদে বলেন, কোন রকম কষ্ট করে পাঁচ লক্ষ টাকা জমা করেছি।আজকে ইট বালু কিনার কথা। অল্প জায়গায় একটা বাড়ী করার কথা। ছেলে বিদেশ থেকে যাহ্ টাকা পাঠায় তা জমা করে আজকে ব্যাংক থেকে টাকা উঠাই। একটা টেনসীট বাড়ি করবো এবং ছেলেকে বিয়া করাবো। কিন্তু আমার সব শেষ। আমি নিঃশ্ব হয়ে গেলাম। আমার সর্বনাশ কে করেছে আল্লাহ বিচার করুক। আমার নগদ পাঁচ লক্ষ টাকা ও বাড়ী ঘর সহ প্রায় ১০/১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
    আয়েশার ঘরের পাশে ছিল মুন্সী মইনুল হোসেন নিশাদের ঘর। নিশানের রান্না ঘর রক্ষা পায় নাই আগুনে ছোবল থেকে। তাঁদের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নিশান আরো বলেন, আমরা সন্দেহ করছি কেউ পরিকল্পনা করে হয়তো আগুন লাগিয়ে দিয়েছে।
    ছাগলনাইয়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে যাই।আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা তদন্ত করে বলতে পারবো আগুনে সূত্রপাত কোথায় থেকে হয়েছে। আমাদের ধারণা আগুনে প্রায় ৬/৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক