কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভণে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে রুবেল (২১) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় ওই কিশোরীর মা কামরুন নাহার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষক রুবেল ও তার সহযোগি জামাল উদ্দীনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক রুবেল উপজেলার রামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের স্বপন মিয়ার বাড়ীর আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পলাতক অপর আসামী জামাল উদ্দিন একই এলাকার আবদুস সোবহানের ছেলে।
এজহার সূত্রে জানা যায়, ধর্ষক রুবেল ও ধর্ষিতা উভয়ে একই এলাকার বাসিন্দা। ৭-৮ মাস যাবত তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে ৩ ডিসেম্বর জামাল উদ্দিনের সহযোগীতায় তারা পাশ্ববর্তী আমিন উল্যাহ সওদাগরের খামার বাড়িতে দেখা করতে যায়। সেখানে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে বিয়ের কথা বললে রুবেল ওই কিশোরীর সথে নানা তালবাহানা করে বিয়ের বিষয় এড়িয়ে যায়। এরই মধ্যে রুবেল ওই কিশোরীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করে ফেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত ধর্ষক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।