ফেনী প্রতিনিধি :
ফেনীতে ওজনে জ্বালানি কম দেয়া ও হালানাগাদ ব্যতীত জ্বালানি তেল সংরক্ষণে ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পূদম পুষ্প চাকমা অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত শহরের ট্রাংক রোডের মেসার্স খায়ের মেশিনারিতে অভিযান চালায়। এসময় ৫ লিটার মেজার দিয়ে ল্যুব অয়েল পরিমাপে ১৭০ মি.লি কম দেয়ায়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৯/৪৬ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একইদিন শহরতলীর লালপোলে মেসার্স মুহুরী ফিলিং স্টেশনে দেখতে পান আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন চার্ট হালানাগাদ ব্যতীত জ্বালানী তেল সংরক্ষণে ব্যবহার করা হয়। একই আইনের ৩২(৩)/৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান উপস্থিত ছিলেন।
অভিযানে ফেনী মডেল থানা পুলিশের একটি দল সহায়তা করে।