দাগনভূঞা প্রতিনিধি:
প্রবাসীদের মানবিক সংগঠন দাগনভূঞা প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম এর উদ্যোগে তাঁরা বেগম নামে অসহায়কে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
এ উপলক্ষে দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ড উত্তর চাঁদপুর গ্রামের হালিম মিয়ার বাড়ির তাঁরা বেগমের উঠানে চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটি তাঁরা বেগমের পুরানো জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করে তার হাতে ঘরের চাবি হস্তান্তর। করেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফোরামের উপদেষ্টা কামরুল ইসলাম ক্লাইভ, চাঁদপুর প্রাথমীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস,চাঁদপুর প্রাথমীক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু, সমাজসেবক মোঃ সাহাব উদ্দিন , দাগনভূঞা উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন রিপন
প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার।
অসহায় তাঁরা বেগম নতুন ঘর সহায়তা পেয়ে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ নিয়ে দাগনভূঞা প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম এর ৪৬ টি আবেদনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।