১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ১০ প্রার্থীর ৯ জনই হারাচ্ছেন জামানত
  • ফেনী-৩

    ১০ প্রার্থীর ৯ জনই হারাচ্ছেন জামানত

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারাচ্ছেন। সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৫টি দল ও ৪ স্বতন্ত্র প্রার্থী খোয়াচ্ছেন তাদের জামানত।

    সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে।

    রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, এ আসনটিতে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ ঈগল প্রতীকে ৯ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।

    তৃনমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আশ) পেয়েছেন ১৯৫৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের এবিএম জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি) পেয়েছেন ১৬১ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি (একতারা) তবারক হোসেন পেয়েছেন ৭৮৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) নিজাম উদ্দিন পেয়েছেন ৫০৫ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) মো. আবু নাছির পেয়েছেন ৯৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (বাশি) আনুয়ারুল কবির (রিন্টু আনোয়ার) পেয়েছেন ১৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আব্দুল কাশেম আজাদ পেয়েছেন ৪৯২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (কাছি) ইশতিয়াক আহমেদ সৈকত পেয়েছেন ৭০৯ ভোট।

    এই আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৭হাজার ৫৬৫টি। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে ১০ জন প্রার্থীর মধ্যে ৯জন জামানত হারাচ্ছেন।

    আরও পড়ুন

    মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
    ফুলগাজীতে গুড়িয়ে দেয়া হলো ইটভাটা, জরিমানা ৭ লাখ টাকা
    ফেনীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রেপ্তার-৯
    গ্রামের বাড়ি হলো পতিতা পল্লী
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার