নিজস্ব প্রতিবেদক
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আপনারা শুধু আপনার কেন্দ্রের কথা ভাবুন, অন্য কেন্দ্র নিয়ে মাথা ঘামাবেন না। এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন করা আওয়ামী লীগের জন্য এটা চ্যালেঞ্জ। তাই সবাই মিলে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার প্রার্থীর পক্ষে ঘরে ঘরে কাজ করতে হবে।
শুক্রবার, ২২ ডিসেম্বর বিকেলে ফেনী সদর উপজেলার রানীরহাটের একটি হলে আয়োজিত নৌকা প্রার্থীর সমর্থনে কেন্দ্র কমিটির সাথে কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এ সময় তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর ফেনী সদর আসনে সংসদ নির্বাচনে নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারী প্রচারণায় অংশ নেবে। এখন থেকে সবাই লিফলেট, গণসংযোগসহ নানা কর্মসূচি করতে আহ্বান জানান তিনি। সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে সবোর্চ্চ ভোটারকে উপস্থিত করার জন্য নেতাকর্মীর প্রতি অনুরোধ জানান। সেখানে কে কোন দলের ভোটার তা ভাবার সুযোগ নেই।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ।
কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, আওয়ামী লীগ নেতা ও কেন্দ্র কমিটির প্রধান নুরুল আবসার।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।