৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম
ফেনীতে ৪৮ ঘন্টায় গ্রেফতার ৩০ আমরা জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরো সমৃদ্ধ করতে চাই – পুলিশ সুপার হাবিবুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিমি” নীরব এলাকা” ঘোষণা আন্দোলনে আহত দাগনভূঞার আরিফ মারা গেছেন নোবিপ্রবিতে পরিবেশ ক্লাবের সভাপতি মহসিন, সম্পাদক তাওহিদ দুই দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় ফেনীতেও পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন লেমুয়া হাই স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টা, শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ ফেনী কলেজ রাষ্ট্রবিজ্ঞান পরিবারকে নগদ উপহার দিলেন রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন আওয়ামী লীগের শাসনমালে ত্রাসের রাজস্ব কায়েম হয়েছিল- ডা. তাহের ফেনী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • নাশকতার শঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ
  • নাশকতার শঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন দুটি হলো- রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরর্দী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন। আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত আসতে পারে জানিয়েছেন রেলেওয়ের কর্মকর্তা।

    শুক্রবার (২২ ডিসেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, মূলত ট্রেন দুটি অনেক রাতে যাত্রা করে। একারণে ট্রেনটির নিরাপত্তা সমস্যা হচ্ছে। নিরাপত্তার কারণে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। শুধু উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

    এর আগে, সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

    এছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপরে স্লিপার ফেলে রেখে নাশকতার চেষ্টা করেছেন হরতাল সমর্থকরা। আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা। গত ১৩ ডিসেম্বর গভীর রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছেন অবরোধ সমর্থকরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন।

    নতুন চালু হওয়া কক্সবাজার রেলপথের কর্ণফুলী সেতু থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের অনেক যন্ত্রাংশ খুলে নিয়ে নাশকতার অপচেষ্টা হয়েছিল।

    আরও পড়ুন

    ফেনীতে ৪৮ ঘন্টায় গ্রেফতার ৩০
    আমরা জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরো সমৃদ্ধ করতে চাই – পুলিশ সুপার হাবিবুর রহমান
    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিমি” নীরব এলাকা” ঘোষণা
    আন্দোলনে আহত দাগনভূঞার আরিফ মারা গেছেন
    নোবিপ্রবিতে পরিবেশ ক্লাবের সভাপতি মহসিন, সম্পাদক তাওহিদ
    দুই দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় ফেনীতেও পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
    লেমুয়া হাই স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টা, শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ
    ফেনী কলেজ রাষ্ট্রবিজ্ঞান পরিবারকে নগদ উপহার দিলেন রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন