দাগনভুঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভুঞা উপজেলাধীন পূর্বচন্দ্রপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নয়নপুর গ্রামে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জাকিয়া খাতুন(৬৫ ) নামে এক বৃদ্ধানারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
ঘটনার বিবরনে স্থানীয় তিন ওয়ার্ডের মেম্বার স্বপন জানান, শুক্রবার ভোররাতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরে কোন পু্রুষ মানুষ ছিলোনা। মরহুমের পুত্রবধু,বেয়াইন ও নাতনিরা ছিলেন। মরহুমা দীর্ঘদিন যাবত প্যরালাইসড় রোগী ছিলেন। আগুনের তীব্রতায় তিনি বের হতে না পেরে ওখানেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ওসি তদন্ত রাসেল মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এলাকা বাসী সহ ফায়ারসার্ভিস এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে নাহ আসে পাসে আরও বড় ধরনের ক্ষতির আশংকা ছিল।