নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল স্মার্ট প্যানেল বিজয় দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ করেছেন। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।
সংগঠন এর মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আহবান জানান। এসময় তিনি বলেন, ৭ জানুয়ারি স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য তিনি দেশবাসীকে আহবান জানান।