১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
  • ফেনীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

    দৈনিক আমার ফেনী

    কামরুল আরেফিন
    ফেনীতে যথাযোগ্য মর্যাদায় গৌরবান্বিত মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৬টায় ফেনী জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি ও শহরের জেল রোডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
    দিবসটির শুরুতে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের নেতৃত্বে ফেনী জেলা প্রশাসন, ফেনী পুলিশ সুপার জাকির হাসানের নেতৃত্বে ফেনী জেলা পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এছাড়াও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
    এরআগে ও পরে মুক্তিযুদ্ধ ¯দ্ধৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, ফেনী সরকারি কলেজের ছাত্র-শিক্ষক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ফেনী প্রেসক্লাব, ফেনী রির্পোর্টাস ইউনিটি, ফেনী জেলা আইনজীবী সমিতি, ফেনী পৌরসভা, ফায়ার সার্ভিস, ফেনী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
    মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

    একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১১টায় ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    দুপুরে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও ফেনী পৌরসভার সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর কর্মসূচির অংশ হিসেবে নতুন প্রজন্মের ৬জন প্রতিনিধির হাতে জাতীয় পতাকা তুলে দেন বীর মুক্তিযোদ্ধারা।
    এসময় ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে শত্রুমুক্ত করার জন্য ফেনীর সূর্যসন্তান যারা জীবনের মায়া ভুলে গিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন তাদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা। ফেনী জেলার ৩২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা যেভাবে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের নিদর্শন স্থাপন করেছেন তা সত্যিই বিরল ঘটনা। পরে ফেনী জেলা প্রশাসক উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
    ফেনী জেলায় অবস্থিত হাসপাতাল, জেলাখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
    এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দুপুর দেড়টায় ফেনী জেলায় অবস্থিত প্রতিটি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে আলোচনা ও জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের জন্য মোনাজাতসহ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
    সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও ফেনী জেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এর আগে বিকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফেনী জেলা প্রশাসন একাদশ বনাম ফেনী পৌরসভা একাদশ, মুক্তিযোদ্ধা একাদশ বনাম সুধী একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক