নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে ফেনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কহিনুর আলম রানার বাড়ির সম্মুখে ৩নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামীম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বাহার, ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর আলম রানা, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা আক্তার নিঝুম।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে নৌকার মার্কার পক্ষে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।