দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটির শুরুতে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানার ওসি আবুল হাসিমের নেতৃত্বে থানা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পমাল্য অর্পণ করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর মেয়র ওমর ফারুকের নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আকবর ও শ্রমিক দলের আহ্বায়ক কামাল হাজারীর নেতৃত্বে উপজেলা বিএনপি, দাগনভূঞা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুলের নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে আতাতুর্ক স্কুল মাঠে পতাকা উত্তলোন, কুচকাওয়াজ, শরীর চর্চার, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, দোয়াসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় এ দিবস টি পালন করা হয়।