ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় মুন্সীরহাট আলি আজম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। দরবারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.ওমর মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বলরাম ঘোষ এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল আলিম মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, জেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।