শহর প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেনী জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে শহরের ইসলামপুর রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাহাব উদ্দিন। ফেনী জেলা বিএনপির সদস্য এডভোকেট পার্থপাল চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সাইফুর রহমান রতন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, শাহাব উদ্দিন আহমেদ, কামরুল হাসান মাসুদ, শামসুদ্দিন খোকন, ভিপি বেলাল, জান্নাতুল ফেরদৌস মিতা, জয়নব বানু, শাহনাজ আক্তার, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মিলন। এসময় বক্তারা অবৈধ নির্বাচন বন্ধের দাবি ও গ্রেফতারকৃত জেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এতে বক্তারা আরো বলেন, এ দেশে আসলে কোন মানবাধিকার নেই।ছেলেকে না পেলে মাকে ধরে নিয়ে যাচ্ছে। আন্দোলনে যত বাধা দেবে, গ্রেপ্তার করবে আন্দোলন আরও বাড়বে। পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না। জনগণ ভোট দিতে পারছে না। মানুষ চাচ্ছে ভোটের নিশ্চয়তা। মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। এসময় চলমান আন্দোলন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, সে আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নেতাকর্মীরা। উক্ত মানববন্ধনে ফেনী জেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।